ফিফা বিশ্বকাপের ড্র শুক্রবার
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে। সেই পালে হাওয়া দিতে প্রস্তুত ফিফা। আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি সেন্টারে ড্র অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
বিশাল কলেবরে আয়োজিত হবে ২০২৬ বিশ্বকাপ। আসন্ন আসরেই প্রথমবার দেখা যাবে ৪৮ দেশকে অংশ নিতে। এখন পর্যন্ত ৪২টি দল জায়গা নিশ্চিত করেছে মূলপর্বে। এই ৪২ দল আর অপেক্ষায় থাকা ৬ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ড্র। চারটি করে দল খেলবে ১২টি গ্রুপে ভাগ হয়ে। দলগুলোকে রাখা হয়েছে চারটি পটে।
বিশ্বকাপের তিন আয়োজক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রকে দিয়ে শুরু হবে ড্র। ‘এ’ গ্রুপে ‘এ-১’ হিসেবে মেক্সিকো, ‘বি’ গ্রুপে ‘বি-২’ হিসেবে কানাডা এবং ‘ডি’ গ্রুপে ‘ডি-১’ দল হিসেবে আছে যুক্তরাষ্ট্র।
স্বাগতিক তিন দেশের সঙ্গে ‘পট-১’ এ আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আরও আছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি। একই পটে থাকায় গ্রুপপর্বে দেখা হওয়ার সুযোগ নেই ব্রাজিল ও আর্জেন্টিনার।
‘পট-২’ এ রাখা হয়েছে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।
‘পট-৩’ এ আছেন নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।
‘পট-৪’ এ জর্দান, ক্যাবো ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড এবং বাকি ছয় দল।
ড্র অনুষ্ঠানের পরদিন বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে ফিফা। দর্শকরা ড্র অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে পারবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ফিফার ইউটিউব চ্যানেলে।

স্পোর্টস ডেস্ক