অপরাজিত থেকেই বিশ্বকাপে নেদারল্যান্ডস
অপরাজিতভাবেই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল নেদারল্যান্ডস। লিথুয়ানিয়ার বিপক্ষে শেষ রাউন্ডে দাপুটে ফুটবল উপহার দিয়ে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে রোনাল্ড কোমানের দল। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাতে ডাচরা ৪–০ গোলে হারিয়েছে লিথুনিয়াকে। এতেই গ্রুপ ‘জি’-এর শীর্ষস্থান দখল করে বাছাই শেষ করল নেদারল্যান্ডস।
এই ম্যাচে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তবুও শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় লিথুয়ানিয়াকে চাপে ফেলে ডাচরা। ১৬তম মিনিটেই এগিয়ে যায় তারা। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে পাস বাড়ান ফ্রেংকি ডি ইয়ং, আর ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণ নিয়ে জালে পাঠান ম্যানসিটি মিডফিল্ডার তিজানি রেইন্ডার্স। এতই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ একদমই নিজেদের করে নেয় নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র চার মিনিটের ব্যবধানে তিন গোল করে জয়ের পথ তৈরি করে ফেলে তারা।
৫৮তম মিনিটে প্রতিপক্ষের হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় নেদারল্যান্ডস। সফল স্পটকিকে ব্যবধান বাড়ান কোডি গাকপো। দুই মিনিট পর গাকপোর পাস থেকে বক্সে বল পেয়ে শক্তিশালী শটে লক্ষ্যভেদ করেন জাভি সিমন্স। এরপর ৬২ মিনিটে পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুতগতিতে বক্সে ঢুকে ব্যবধান ৪–০ করেন দোনিয়েল মালেন।
দুই মাস আগে লিথুয়ানিয়ার মাঠে ৫–৩ গোলের ম্যাচ জিতেছিল নেদারল্যান্ডস। কিন্তু এবার নিজেদের মাঠে কোনো সুযোগই দেয়নি কোমানের দল। সম্পূর্ণ আধিপত্য দেখিয়ে বিশ্বকাপের টিকিট কেটে নিল তারা।
এই জয়ে আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রতে ২০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ করেছে নেদারল্যান্ডস। একই সময়ে আরেক ম্যাচে মাল্টাকে ৩–২ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে পোল্যান্ড। বাছাইপর্ব থেকে বাদ পড়েছে ফিনল্যান্ড (১০), মাল্টা (৬) ও লিথুয়ানিয়া (৩)।

স্পোর্টস ডেস্ক