বিশ্বকাপের টিকিট পেতে ইউরোপিয়ান দলগুলোর সামনে যে সমীকরণ
ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব এখন শেষ ধাপে। ১৮ নভেম্বরের মধ্যে জানা যাবে কোন দলগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাবে। বেশ কয়েকটি গ্রুপ থেকে দল ইতোমধ্যে প্রায় নিশ্চিত হলেও, এখনও পাল্টে যেতে পারে চিত্র।
গ্রুপ–এ
দল: জার্মানি, স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ
জার্মানির সামনে সহজ সমীকরণ—স্লোভাকিয়ার বিপক্ষে ড্র করলেই তারা জায়গা পাবে মূলপর্বে। তবে জার্মানি হেরে গেলে স্লোভাকিয়া ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপে উঠবে। এই দুদলের একদল সরাসরি জায়গা পাবে আর অন্যটি প্লে অফে যাবে। তৃতীয় হওয়া নর্দার্ন আয়ারল্যান্ড নেশনস লিগের সুবাদে আগেই প্লে-অফ নিশ্চিত করেছে।
গ্রুপ–বি
দল: সুইজারল্যান্ড, কসোভো, স্লোভেনিয়া, সুইডেন
সুইজারল্যান্ডের আর সামান্য পথ বাকি। কসোভোর কাছে ছয় বা তার বেশি গোলে না হারলেই তারা টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবে। আর হারলেও প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে প্লে-অফ নিশ্চিত করেছে কসোভো ।
গ্রুপ–সি
দল: ডেনমার্ক, স্কটল্যান্ড, গ্রিস, বেলারুশ
ডেনমার্ক–স্কটল্যান্ড ম্যাচের পর একদল সরাসরি মূলপর্বে যাবে, আরেক দল প্লে-অফে। ডেনমার্ক ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত, আর স্কটল্যান্ডকে মূলপর্বে উঠতে হলে জিততে হবে।
গ্রুপ–ডি
দল: ফ্রান্স, ইউক্রেন, আইসল্যান্ড, আজারবাইজান
২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স আগেই টিকিট পেয়েছে। দ্বিতীয় স্থানের লড়াইয়ে রয়েছে ইউক্রেন ও আইসল্যান্ড। ইউক্রেনকে প্লে-অফে যেতে হলে আইসল্যান্ডকে অবশ্যই হারাতে হবে; আইসল্যান্ড অবশ্য ড্র করলেই নিরাপদ।
গ্রুপ–ই
দল: স্পেন, তুরস্ক, জর্জিয়া, বুলগেরিয়া
স্পেনের সামনে খুবই সহজ কাজ— শেষ ম্যাচে তুরস্কের কাছে সাত গোলের ব্যবধানে না হারলেই হবে। আর হারলেও তুরস্ক প্লে-অফ নিশ্চিত করে রেখেছে ইতোমধ্যে।
গ্রুপ–এফ
দল: পর্তুগাল, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, আর্মেনিয়া
আর্মেনিয়াকে হারাতে পারলেই মূলপর্বের টিকিট পাবে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো লাল কার্ডের কারণে না থাকলেও তাদের শঙ্কা নেই। এদিকে আয়ারল্যান্ডকে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে হাঙ্গেরিকে হারাতে হবে।
গ্রুপ–জি
দল: নেদারল্যান্ডস, পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, মাল্টা
লিথুয়ানিয়ার কাছে না হারলেই বিশ্বকাপে যাবে নেদারল্যান্ডস। পোল্যান্ড প্লে-অফ নিশ্চিত করেছে, তবে শীর্ষে উঠতে হলে মাল্টাকে ১৩ গোলে হারানো এবং একই সঙ্গে নেদারল্যান্ডসের হার—দুটোই দরকার।
গ্রুপ–এইচ
দল: অস্ট্রিয়া, বসনিয়া, রোমানিয়া, সাইপ্রাস, সান মারিনো
বসনিয়ার বিপক্ষে ড্র করলেই প্রথম হবে অস্ট্রিয়া। বসনিয়াকে শীর্ষে উঠতে হলে অবশ্যই জিততে হবে, না হলে প্লে-অফ খেলতে হবে।
গ্রুপ–আই
দল: নরওয়ে, ইতালি, ইসরায়েল, এস্তোনিয়া, মলদোভা
১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে উঠতে যাচ্ছে নরওয়ে। ইতালির কাছে নয় বা তার বেশি গোলে না হারলেই তারা টিকিট নিশ্চিত করবে। ইতালির ভাগ্য প্রায় প্লে-অফে নির্ভর করছে, যা তাদের জন্য আরেকটি বড় ধাক্কা হতে পারে। সর্বশেষ দুই বিশ্বকাপে তাদের খেলা হয়নি, এবারের আসরে অংশগ্রহণ করা নিয়েও এখন শঙ্কায় তারা।
গ্রুপ–জে
দল: বেলজিয়াম, উত্তর মেসিডোনিয়া, ওয়েলস, কাজাখস্তান, লিচেনস্টাইন
লিচেনস্টাইনকে হারালেই মূলপর্বে উঠবে বেলজিয়াম। এমনকি মেসিডোনিয়া–ওয়েলস ম্যাচ ড্র হলেও তারা নিরাপদ। প্লে-অফ নিশ্চিত করতে গেলে ওয়েলসকে জিততেই হবে।
গ্রুপ–কে
দল: ইংল্যান্ড, আলবেনিয়া, সার্বিয়া, লাতভিয়া, আন্দোরা
ইংল্যান্ড আগেই টিকিট পেয়েছে এবং আলবেনিয়া প্লে-অফ নিশ্চিত করেছে।
গ্রুপ–এল
দল: ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ফারো আইল্যান্ড, মন্টেনেগ্রো, জিব্রাল্টার
ক্রোয়েশিয়া বিশ্বকাপে উঠেছে এবং চেক প্রজাতন্ত্র নিশ্চিত করেছে প্লে-অফ।

স্পোর্টস ডেস্ক