পার্থে স্টার্কের গতিতে ধসে পড়ল ইংল্যান্ড
অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিন পার্থে দেখা গেল মিচেল স্টার্কের ঝড়। অস্ট্রেলিয়ার এই বামহাতি পেসার একাই তুলে নিলেন ৭ উইকেট। তার দাপটে মাত্র ১৭২ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড। অ্যাশেজে স্টার্ক ছুঁয়েছেন শততম উইকেটের মাইলফলক।
স্টার্কের ঝড়ের পর ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩২.৫ ওভারে ১৭২ রান করে। এর আগে সর্বশেষ ১৮৮৭ সালে অ্যাশেজে এক ইনিংসে এর চেয়ে কম ওভার খেলে অলআউট হয়েছে ইংল্যান্ড।
দিনের শুরুতেই ইংল্যান্ডকে চাপে ফেলেন স্টার্ক। প্রথম ওভারেই ফেরান জ্যাক ক্রলিকে। এ নিয়ে টেস্টে ২৪ বার প্রথম ওভারে উইকেট নিলেন তিনি। এরপর বেন ডাকেট ও জো রুটকে ফিরিয়ে ইংলিশ ব্যাটিংয়ের টপ অর্ডারকেই ভেঙে দেন।
রুটকে শূন্য রানে আউট করে অ্যাশেজে ১০০ উইকেটের ক্লাবে জায়গা করে নেন স্টার্ক। ১৩তম অস্ট্রেলিয়ান ক্রিকটোর হিসেবে এই মাইরফলক স্পর্শ করলেন তিনি।
লাঞ্চের আগে ফেরান বেন স্টোকসকেও। টেস্ট ক্রিকেটে স্টোকসকে দশবার আউট করার কীর্তি এখন স্টার্কের, এর মধ্যে পাঁচবারই বোল্ড করেছেন। দ্বিতীয় সেশনে একে একে গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ ও মার্ক উডকেও আউট করেন।
স্টার্ক এদিন ১২.৫ ওভার বল করে ৫৮ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছেন। পার্থ স্টেডিয়ামেও কোন বোলারের এটিই সেরা বোলিং ফিগার।
এরপর অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছেন অভিষিক্ত জেক ওয়েদারাল্ড প্রথম ওভারেই আর্চারের বলে আউট হন। দুই দলেরই ইনিংসের শূন্য রানে উইকেট হারানোর দৃশ্য অ্যাশেজ ইতিহাসে এবারই প্রথমবার দেখা গেল।

স্পোর্টস ডেস্ক