গাজীপুরে দুটি হাসপাতালে বার্ন ইউনিট চালু
অগ্নিদগ্ধ রোগীদের জরুরি চিকিৎসা দিতে গাজীপুরের দুটি হাসপাতালে বার্ন ইউনিট চালু করা হয়েছে।
শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং টঙ্গী সরকারি হাসপাতালে দগ্ধ রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে বার্ন ইউনিট খোলা হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে দুই বেডের বার্ন ইউনিট চালু হয়েছে। এখানে হাসপাতালের অর্থোপেডিক ও সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্টরা দগ্ধ রোগীদের জরুরি চিকিৎসা দেবেন। এ ছাড়া সার্বক্ষণিক তিনজন নার্স থাকবেন। একইভাবে টঙ্গী সরকারি হাসপাতালেও দুই বেডের বার্ন ইউনিট চালু করা হয়েছে।
আজ বুধবার সকালে টঙ্গী সরকারি হাসপাতালের এ কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক লোকমান হাকিম আজাদ।