পালাতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু গৃহকর্মী
রাজধানীর উত্তরায় কর্মস্থল থেকে পালিয়ে রাস্তায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক শিশু গৃহকর্মী (১২)। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকালে শিশুটি উদ্ধার করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আটক হওয়ায় দুইজন হলেন নিরাপত্তাকর্মী ঝন্টু (২৪) ও তাঁর সহযোগী মোফাজ্জল (১৮)।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, উত্তরার ১ নম্বর এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করত ওই শিশু। গতকাল শুক্রবার রাতে শিশুটি বাসা থেকে পালিয়ে জসিম উদদীন রোড এলাকায় আসে। পরে সেখানে এক নিরাপত্তাকর্মী শিশুটিকে ধর্ষণ করে বলে পুলিশ জানতে পারে।
ওই গৃহকর্মী কেন ওই বাসা থেকে পালিয়ে রাস্তায় এলো সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।