দুই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
কিশোরগঞ্জে দুই স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ওই দুই ছাত্রী গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার কটিয়াদী থেকে মো. মস্তোফা (২৫) নামের এক যুবককে আটক করা হয়। পুলিশ জানিয়েছে মস্তোফা সিএনজিচালিত অটোরিকশা চালায়।
আজ রোববার কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই স্কুল ছাত্রী তাদের বান্ধবীর বাড়িতে যাচ্ছিল। পথে দুটি মোটরসাইকেলে করে জীবন, ইব্রাহিম, মনির ও মস্তোফা তাদের পথরোধ করে। পরে ওই দুই ছাত্রী গণধর্ষণের শিকার হয়।
বিষয়টি প্রথমে দুই ছাত্রীর পরিবারের সদস্যরা গোপন রাখে। তবে পরে এটি জানাজানি হলে গতকাল গভীর রাতে কটিয়াদী থানার ওসি জাকির রব্বানীর নেতৃত্বে অভিযান চালিয়ে মস্তোফাকে আটক করা হয়। ওসি রব্বানী জানান জিজ্ঞাসাবাদে সঙ্গীদের নিয়ে গণধর্ষণের কথা স্বীকার করেছে মস্তোফা।
ওসি জানান, এ ব্যাপারে এক ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।