সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১৭ বাড়িতে আগুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/06/08/photo-1528447746.jpg)
বান্দরবানের আলীকদমে আজ শুক্রবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১৭টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ছবি : এনটিভি
বান্দরবানের আলীকদম উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১৭ বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আলীকদম বাজারে আহম্মেদ সওদাগরের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন পাশের আরো ১৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, গ্যাস সিলিন্ডারটি কোন কোম্পানির ছিল, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।