ঝিনাইদহে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/20/photo-1424410752.jpg)
ঝিনাইদহের শৈলকুপায় কুলচারা গ্রামের একটি কলাবাগান থেকে আজ শুক্রবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের কাছে কুলচারা গ্রামের এক যুবকের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গতকাল বৃহস্পতিবার রাতে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত যুবকের বয়স ২৩ বছর হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাঁর পরনে ছিল নীল রঙের ফুলহাতা গেঞ্জি ও ছাই রঙের জিনসের প্যান্ট। ঘটনাস্থল থেকে একটি মোবাইল সেট, চশমা ও দুটি চাবি উদ্ধার করা হয় বলে জানান ওসি হাশেম খান।