এ বছরই আসছে উইন্ডোজ টেন
মাইক্রোসফটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো- এ বছরই বাজারে ছাড়া হবে উইন্ডোজের নতুন সংস্করণ উইন্ডোজ টেন। ১৯০টি দেশে এবং ১১১টি ভাষায় মুক্তি পাবে উইন্ডোজ টেন। টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এর আগে উইন্ডোজ সেভেন ব্যবহারকারীদের বিনা মূল্যে উইন্ডোজ টেন আপগ্রেড দেওয়ার কথা জানিয়েছিল মাইক্রোসফট। বিশেষ করে চীনে, যেখানে পাইরেটেড সফটওয়্যারের চল বেশি।
চীনের শেনজেনে একটি ইভেন্টে মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টেরি মিয়েরসন জানান, সফটওয়্যার পাইরেসি ঠেকাতে চীনের তিনটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে মিলে কাজ করবেন তাঁরা। লেনোভো, টেনসেন্ট এবং কিউইহু থ্রি সিক্সটি। এসব প্রতিষ্ঠান তাদের ক্রেতাদের বিনা মূল্যে উইন্ডোজ টেন আপগ্রেড করে দেবে।
একইসাথে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জায়োমির সাথেও কাজ করবে মাইক্রোসফট। অ্যানড্রয়েড অপারেটিংয়ের সেট তৈরি করলেও ক্রেতাদের পরীক্ষামূলকভাবে স্মার্টফোনে উইন্ডোজ টেন ব্যবহার করার সুযোগ দেবে জায়োমি।