সোলার ইমপালস-টু বাংলাদেশে আসছে কাল
সুইজারল্যান্ডের আলোচিত সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস-টু আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের ওপর দিয়ে উড়ে যাবে। আজ বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। একটি কর্মসূচির অংশ হিসেবে বিমানটি সারা বিশ্বের ওপর দিয়েই উড়বে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বর্তমানে সোলার ইমপালস-টু ভারতের ওপর দিয়ে উড়ছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে বিমানটি আগামীকাল বাংলাদেশ ও মিয়ানমারের ওপর দিয়ে উড়ে যাবে।
সোলার ইমপালস-টু নামক সৌরশক্তিচালিত বিমানের ধারণাটি নিয়ে এসেছেন সুইজারল্যান্ডের দুই উদ্যোক্তা বারট্রন্ড পিকার্ড ও আন্দ্রে বোর্সবার্গ। আর বিমানটি তৈরি ও নিয়ন্ত্রণের কাজ করছেন সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি লওসেনের একদল গবেষক।
সৌরশক্তিচালিত বিমানটিকে সারা বিশ্বের ওপর একবার চালানো হবে। এই উদ্যোগের লক্ষ্য নবায়নযোগ্য জ্বালানির প্রতি মানুষকে সচেতন করে তোলা। একই সঙ্গে উদ্যোগটি সুইজারল্যান্ডের শিক্ষা গবেষণা ও আবিষ্কারে এগিয়ে থাকার পরিচয় বহন করে। চলতি মাসের ৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সোলার ইমপালস-টু বিশ্ব ভ্রমণে বেরিয়েছে।
এর প্রস্তুতকারক সুইজারল্যান্ডের গবেষকরা জানিয়েছেন, এক বিন্দু জীবাশ্ম জ্বালানি ছাড়াই সৌরশক্তিচালিত বিমান দিনরাত উড়বে। সবচেয়ে জ্বালানিসাশ্রয়ী হিসেবে বিমানটি তৈরি করা হয়েছে। যেকোনো বাণিজ্যিক বিমানের চেয়ে এটি তিনগুণ জ্বালানিসাশ্রয়ী। তবে মাত্র একজন আরোহী নিয়ে বিমানটি উড়তে পারে।
সোলার ইমপালস টু-এর উদ্যোক্তারা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার আগে সৌরশক্তিচালিত বিমানটি ওমান, ভারত, মিয়ানমার ও চীনে অবতরণ করবে। মহাসাগর পাড়ি দেওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে উড়বে। পরে পাড়ি দেবে আটলান্টিক মহাসাগর। এর পরের লক্ষ্য ইউরোপ এবং সর্বশেষ আফ্রিকা।