তামাশার নির্বাচন বললেও জয়ী হয় বিএনপি : ওবায়দুল কাদের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/27/photo-1427448164.jpg)
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিটি নির্বাচনকে তামাশার নির্বাচন বলেছে। অথচ নয়টি সিটি করপোরেশন নির্বাচনের মধ্যে সাতটিতেই তাদের প্রার্থীরা জয়ী হয়েছে। আর নাগরিক সেবা নিশ্চিত করতেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দিয়েছে সরকার।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে মাদারীপুরে কাজীরটেক এলাকায় আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজের অগ্রগতি দেখতে এসে মন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) প্রতিটি নির্বাচনকে তামাশা বলেছে। এর আগে নয়টি সিটি করপোরেশন নির্বাচনে অফিশিয়ালি আওয়ামী লীগের কোনো প্রার্থী কোথাও জেতেনি। সাতটিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছে। দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীরা নয়টির মধ্যে একটিতেও জেতেনি। তার পরও আমরা ইলেকশন দিয়েছি। কারণ, নাগরিক সেবা থেকে ঢাকা সিটির মানুষ অনেক দিন ধরে বঞ্চিত। তারা আরো নাগরিক সেবা চায়। দখল-দূষণে ঢাকা সিটির অবস্থা খুবই খারাপ। এই দখল-দূষণ থেকে রক্ষার জন্য, একটা আধুনিক মেগাসিটি গড়ে তোলার লক্ষ্যে এবং নাগরিক সুবিধা যাতে ঢাকা সিটির মানুষ আরো বেশি করে পায়, সে জন্য নির্বাচন দেওয়া হয়েছে।’
মন্ত্রী আরো জানান, সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর অধিকাংশ কাজ শেষের পথে। আগামী জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করবেন।
মন্ত্রী এ সময় সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেন।