কুনজরের ভয় শ্রুতির!
ভারতীয় ছবির জীবন্ত কিংবদন্তি কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান রূপে অসামান্য। কেবল তাই নয়, ভালো গানও গান। তবু এই রূপ-গুণ নিয়ে বলিউডে বিশেষ সুবিধে করতে পারেননি তিনি। তাই বলে কি আর নিজের রূপ-গুণ নিয়ে একটু চিন্তা থাকবে না!
এক অনুষ্ঠানে গিয়ে রীতিমতো মানুষজনের ‘নজর’ লাগার ভয় পেয়েছিলেন কমল-তনয়া। অবশ্য সঙ্গে সঙ্গে কুনজর থেকে বাঁচতে দরকারি ব্যবস্থাও নিয়েছিলেন বলে জানা গেল ফিল্মফেয়ারের ফিল্মি গুঞ্জনে।
কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বেশ রাজকীয় বেশে গিয়েছিলেন শ্রুতি। একে তো তিনি দেখতে সুন্দর, ওদিকে আবার সাজগোজও ছিল ‘জমকালো’। মানুষজনের আর কী দোষ, তারাও সবাই শ্রুতির রূপের স্তুতিতে লেগে পড়েছেন! সবার কাছ থেকে প্রশংসা শুনতে শুনতে শ্রুতি একটু চিন্তিত হয়ে পড়েন। কার না কার আবার ‘কুনজর’ লেগে যায়, সে জন্যই সঙ্গে থাকা এক বান্ধবীকে অনুরোধ করেন তাঁর কপালে একটা ছোট্ট কালো টিপ দিয়ে দিতে! আশপাশে কারো কাছে আবার কাজলের পেনসিলও ছিল না। কিন্তু শ্রুতি তাতে দমে যাননি, শেষে একটা বলপয়েন্ট কলম দিয়ে ঘাড়ের পেছনে ছোট্ট করে ফোঁটা দিয়ে নিয়েছেন। আশপাশে তেমন কেউ না থাকলেও নাকি ‘নজর’ লাগার দুশ্চিন্তা থেকে রেহাই মিলেছে শ্রুতির!
বলিউড তারকাদের কুসংস্কার অবশ্য নতুন কোনো গল্প নয়। সংখ্যা, রং, ব্র্যান্ড, খাবার, সময় থেকে শুরু করে বহু বিষয়েই কোনো না কোনো বিশেষ অভ্যাস বা কর্মকাণ্ডের রীতি রয়েছে বিভিন্ন তারকার। যেমন ধরুন, প্রতি শনিবার বাজার টাটকা লেবু আর কাঁচামরিচ কিনে গাড়িতে রেখে দেন বিপাশা বসু। অশুভ শক্তির খপ্পর থেকে সুরক্ষিত থাকার জন্যই নাকি এই ব্যবস্থা, আর এই নিয়মে কখনো ব্যতিক্রম ঘটেনি বিপাশার। শ্রুতির ‘নজর’ লাগার ভয়টা তাই নতুন হলেও বলিউডের এই ‘কুসংস্কার’ একেবারেই নতুন নয়।