স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার বাড়ছে
স্মার্টফোন আমরা কী কাজে ব্যবহার করি? কেউ বলবেন কল করার জন্য, কেউ বলবেন গেম খেলার জন্য, কেউ বলবেন ফেসবুক ব্যবহারের জন্য।
স্মার্টফোন এখন আর একটি ফোন নয়, যা দিয়ে শুধু কল দেওয়া বা এসএমএস আদান-প্রদান করা যায়; বরং এটা এখন মানুষের হাতে থাকা একটি কম্পিউটার। আর তাই এর ব্যবহারও বাড়ছে নানাভাবে।
গবেষণা প্রতিষ্ঠান পিউ পাংকচার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় প্রতি পাঁচজনের মধ্যে একজন ইন্টারনেট ব্যবহারকারী স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তাঁদের মতে, অনলাইনে থাকার জন্যই তাঁরা স্মার্টফোনটি ব্যবহার করে থাকেন।
গবেষণায় আরো বলা হয়েছে, ৬৪ শতাংশ মার্কিন নাগরিক স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। এবং স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের এই প্রবণতা দিন দিন বাড়ছে। ডিভাইস হিসেবে স্মার্টফোন সহজলভ্য এবং বহনযোগ্য হওয়ায় যেকোনো জায়গা থেকে স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেটে ঢুকতে পারছেন ব্যবহারকারীরা। আর সে কারণেই বাড়ছে এর ব্যবহার।
১৮ বছরের বেশি বয়সী ১০ শতাংশ মার্কিন নাগরিকের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেই। তাঁরা মোবাইলের মাধ্যমেই ইন্টারনেট ব্যবহার করে থাকেন। ১৫ শতাংশ মার্কিন নাগরিকের মতে, ইন্টারনেট ব্যবহার করার জন্যই তাঁরা স্মার্টফোন ব্যবহার করেন। ৭ শতাংশ মার্কিনি স্মার্টফোন দিয়ে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি অন্যান্য কাজও করেন।
যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রয়েছে এমন ব্যবহারকারীর মধ্যে ৫০ শতাংশের নিজের কম্পিউটার রয়েছে। ২৭ শতাংশ ব্যবহারকারী স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেটও ব্যবহার করেন।