অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মোসাদ্দেক আলী মুক্তি পরিষদ গঠন
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী মুক্তি পরিষদের কমিটি গঠন করা হয়েছে। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং এনটিভির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মোসাদ্দেক আলী মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ সোমবার অস্ট্রেলিয়ার সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন ও নিউজিল্যান্ডের অকল্যান্ডে এক টেলিফোন কনফারেন্সে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সভাপতি ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ শ্রাবণকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটির সদস্য সচিব ড. সৌরভ রায় কয়েকটি কর্মসূচির ঘোষণা দেন : পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, সিডনির মার্টিন প্লেসে ইউএস কনস্যুলেটের সামনে প্রতিবাদ সমাবেশ, অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দেওয়া, নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন।
কমিটির সদস্যরা হলেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও আপডেট বিডিনিউজের প্রধান সম্পদাক রেজাউল হক, সাংবাদিক হোসায়েন সারোয়ার সায়মন, সাউথ এশিয়ান স্টুডেন্টস ডেভেলপমেন্টের সভাপতি আহমেদ শাকিল, বাংলাদেশ ভয়েস অ্যাসোসিয়েশনের সভাপতি পারভেজ মজুমদার, এনএসডব্লিউ অ্যাসোসিয়েশনের সাধারণ সেক্রেটারি আবদুল মতিন উজ্জ্বল, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন, কলাম লেখক ড. মোরশেদা রওশন সরকার, ভিক্টোরিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল আহমেদ কুমু, স্টুডেন্ট অরগানাইজার মেলবোর্নের সভাপতি কায়েস মাহমুদ জনি, প্রফেসর সাইফুল ইসলাম, আসিফুল ইসলাম, আহসানুল হক প্রমুখ।