আমার ভয় কম : জয়া আহসান
‘আমি অমৃতা বলছি। গত দুই ঘণ্টা ধরে তোমার ফোন সুইচড অফ। বানতলা থানা থেকে একটা ফোন এসেছিল। কাল পোস্টমর্টেম। তুমি আমায় মিথ্যা বললে কেন? ওরা কি তোমাকেই ফোন করেছিল? তুমি কি আমাকে ফেলে পালিয়ে গেলে? এটা তোমাদের দুজনের গল্প ছিল।’
ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ছবির ট্রেলারে এ রকম সংলাপই বলছিলেন অভিনেত্রী জয়া আহসান। আজ রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ভারতীয় চ্যানেল জি বাংলায় ছবিটি দেখানো হবে। এই মুহূর্তে অভিনেত্রী জয়া আহসান দেশের বাইরে অবস্থান করছেন। ছবিটি প্রসঙ্গে তিনি কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : ছবিটিতে আপনি অমৃতা চরিত্রে অভিনয় করেছেন! আপনার চরিত্র ও গল্প সম্পর্কে কিছু বলুন।
উত্তর : এই ছবিতে আমি একজন নারী উদ্যোক্তা। চরিত্রটিতে অনেক মোড় আছে। ছবি যখন শুরু হবে, দর্শক গল্প অনুমান করার চেষ্টা করবে কিন্তু কিছুক্ষণ পর তাদের ভুল ভেঙে যাবে। এটা একটা সম্পর্কের গল্প। ছবিটি দেখে দর্শক নতুন বিনোদন পাবে। মানে দর্শকের কোনোভাবে বোঝার উপায় নেই যে ছবির শেষে কী ঘটবে। ছবিটির গল্পও ইন্দ্রনীল রায় চৌধুরী লিখেছেন।
প্রশ্ন : গল্পে কি আপনি ভূত থাকেন?
উত্তর : সরাসরি ভূত নই তবে এতটুকু বলব আমি ভূতে আক্রান্ত থাকি।
প্রশ্ন : বাস্তবে আপনি কি ভূত ভয় পান?
উত্তর : একদম না। আমার ভয় কম। সহজে ভয় দেখানো যায় না আমাকে।
প্রশ্ন : ছবিটিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
উত্তর : মাঝে মাঝে খুব হাসি পেয়েছিল। আমি তো জানি এটা শুধু অভিনয়। খামাখা ভূতের ভয় পাওয়া অনেক কঠিন কাজ। ছবিটিতে অনেক রহস্য দেখানো হবে।