১৪ ঘণ্টা পর গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
আগুন লাগার প্রায় ১৪ ঘণ্টা পর গাজীপুরের শ্রীপুরের নতুন বাজারের ডিগনিটি টেক্সটাইলের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ১৬টি ইউনিট একযোগে কাজ করে আজ সোমবার ভোররাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে গতকাল রোববার দুপুরে ওই কারখানার তৃতীয় তলার নিটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ফ্লোরের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর, ভালুকা, গাজীপুরসহ আশপাশের ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
স্টিলের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় আগুন লাগার পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই ভবনের ভেতরে প্রবেশ করতে দমকলকর্মীদের বেগ পেতে হয়। তবে আগুন লাগার প্রায় ১৪ ঘণ্টা পর আজ ভোররাতে ওই কারখানার আটতলা ভবনের ওপরের কয়েকটি তলা নিচে ধসে পড়লে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনে কারখানার বিপুলসংখ্যক পোশাক তৈরির মালামাল, মেশিনপত্রসহ পুরো কারখানাটি পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।