মেকআপ তোলার সময় যে ছয়টি ভুল করি
মেকআপ তোলার ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু ভুল করে থাকি। যে ভুলের কারণে ত্বকে ব্রণ, র্যাশ অথবা কালচে হওয়ার আশঙ্কা থাকে। ছোট ছোট কিছু বিষয় মেনে চললে এই সমস্যার সমাধান সম্ভব।
বোল্ডস্কাই ওয়েবসাইটে মেকআপ তোলার বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, একনজরে দেখে নিন মেকআপ তোলার সময় আপনি কী কী ভুল করেন :
১. প্রথমেই মুখ ধোয়া
মেকআপ তোলার সময় ক্লিনজার ব্যবহারের আগে কখনোই মুখে পানি ব্যবহার করবেন না। পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে মেকআপ লোমকূপের ভেতর চলে যায়। এর ফলে ব্রণ হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। তাই মেকআপ তোলার আগে অবশ্যই ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
২. পানি দিয়ে মাশকারা তোলা
আইল্যাশের মাশকারা তোলার জন্য পানি ব্যবহার করবেন না। মাশকারার ওপর পানি লাগলে মাশকারা সহজে ওঠে না। তখন আমরা টেনে টেনে মাশকারা তোলার চেষ্টা করি। এতে আইল্যাশের ক্ষতি হয় এবং পাতলা হয়ে যায়। একটু তুলায় অলিভ অয়েল নিয়ে আইল্যাশে লাগান। এতে খুব সহজেই মাশকারা উঠে যাবে।
৩. শুধু মেকআপ উইপস ব্যবহার করা
বাজারে অনেক ধরনের মেকআপ উইপস কিনতে পাওয়া যায়। অনেকেই মনে করেন, এই উইপস দিয়ে মুখ মুছে নিলে মেকআপ উঠে যাবে। কিন্তু আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ এ ধরনের উইপসে মেকআপ পুরোপুরি দূর হয় না। এর ফলে মেকআপ লোমকূপের ভেতর থেকে যায়, যা ব্রণের প্রধান কারণ। তাই ক্লিনজার দিয়ে প্রথমে মেকআপ তুলে তারপর উইপস ব্যবহার করুন।
৪. ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া
অনেকেই মেকআপ তোলার পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলেন। কিন্তু এতে লোমকুপের মুখ বন্ধ হয়ে যায়। যার ফলে মেকআপ লোমকূপের ভেতর থেকে যায়। তাই মেকআপ তোলার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে লোমকূপের মুখ খুলে যাবে এবং মেকআপ পুরোপুরি উঠে যাবে।
৫. মুখ ধোয়ার সময় চুল খোলা রাখা
অনেকে মেকআপ তোলার সময় চুল খোলা রাখে। এতে মুখ ধোয়ার সময় চুলে মেকআপ লেগে যায়, যা চুলেরও ক্ষতি করে। তাই মেকআপ তোলার সময় চুল ভালো করে পনিটেল করে নিন। এর ফলে চুলে মেকআপ লাগার আশঙ্কা থাকবে না।
৬. মুখের মেকআপ আগে তোলা
মুখের মেকআপ তোলার আগে চোখ এবং ঠোঁটের মেকআপ আগে তোলার চেষ্টা করুন। চোখের মেকআপ তোলার জন্য অলিভ অয়েল ব্যবহার করুন। আর ঠোঁটের লিপিস্টিক তোলার জন্য মেকআপ রিমুভার অথবা স্কিন টোনার ব্যবহার করুন। তবে মনে রাখবেন চোখের মেকআপ তোলার জন্য টোনার অথবা মেকআপ রিমুভার ব্যবহার করবেন না।