শুধু ম্যাগি নুডলস খাবেন রামগোপাল ভার্মা!
সমসাময়িক চলচ্চিত্রকারদের চেয়ে তিনি সব সময়ই আলাদা। বেশি বানান ভুতুড়ে, হরর কিংবা দাঙ্গা-মারপিটওয়ালা ছবি। সেই সঙ্গে ব্যক্তি রামগোপাল ভার্মাও কিন্তু বেশ খ্যাপাটে। এই যেমন ম্যাগি নুডলস নিয়ে যা বললেন, তাতে চমকাবে যে কেউ! ইন্ডিয়াটিভির খবরে জানা গেল, এখন থেকে খালি নাকি ম্যাগি নুডলস খাবেন তিনি।
এটা কি নতুন কোনো ছবির জন্য নতুন প্রচারণা? রামগোপাল ভার্মার ছবি তো কখনোই টিপিক্যাল বলিউডি ছবি হয়ে ওঠেনি, বা উঠতে পারেনি। ক্যারিয়ারে খুব সাফল্য জুটেছে তাঁর, তেমন কিন্তু নয়। মাঝখান থেকে হয়ে উঠেছেন প্রচণ্ড খ্যাপাটে। কাজেই প্রচারণার চিন্তাটা বাদই দেওয়া যায়। রামগোপাল বলেছেন, ম্যাগির বিরুদ্ধে আনা সব অভিযোগ দূর না হওয়া পর্যন্ত তিনি নাকি কেবল ম্যাগি নুডলসই খাবেন!
গতকাল (বৃহস্পতিবার, ৪ জুন) থেকে একটানা খ্যাপাটে টুইট শুরু করেন রামগোপাল। সরাসরি অবস্থান নেন ম্যাগির জন্য। প্রশ্ন তোলেন, কেবল ম্যাগি বা নেসলের পণ্যই কেন পরীক্ষা করা হলো? কেন অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য পরীক্ষা করা হচ্ছে না?
ম্যাগির জন্য রামগোপালের ভালোবাসা শুনলে বিষম খেতে পারেন আপনি, ‘কেবল আমার মন নয়, ম্যাগির স্বাদই বলে যে এটি সব ধরনের অভিযোগ মিথ্যা প্রমাণিত করতে পারবে। তলোয়ার হাতে এক বীর যোদ্ধা যেমন সব বাধাকে ভেঙে ফেলে, ম্যাগিও তাই করে দেখাবে’! এমনই কথা রামগোপালের।
শুধু তাই নয়, বেচাবিক্রি শুরু হলে ম্যাগির ব্যবসা দ্বিগুণ হয়ে যাবে বলে রামুর ধারণা। ‘এসব কথায় ম্যাগির প্রচারণা বেড়েছে। আর ম্যাগির নুডলসে খারাপ কিছু আছে, এসব মানুষ বিশ্বাস করে না।’
অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতাদের মতো তারকারা একসময় ম্যাগির প্রচারণায় কাজ করেছেন। এ কারণে রীতিমতো আইনি ঝামেলায় পড়তে পারেন তাঁরা। এরই মধ্যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে মাধুরী দীক্ষিতকে।
তবে এখানে একটি প্রশ্ন। ভারতজুড়ে ম্যাগির বেচাবিক্রি, বিপণন বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি বাজার থেকেও পণ্য তুলে নেওয়া হচ্ছে। কতদিন এমন অবস্থা চলবে তারও কোনো ঠিক-ঠিকানা তো নেই। এমন সময় এত এত ম্যাগি নুডলসের সাপ্লাই কোত্থেকে পাবেন রামগোপাল?