এক টেরাবাইটের এক্সবক্স ওয়ান আনছে মাইক্রোসফট
নতুন সুবিধাসহ এক্সবক্স ওয়ান বাজারে আনছে টেক জায়ান্ট মাইক্রোসফট। স্টোরেজ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গেমপ্যাডেও পরিবর্তন আনছে মাইক্রোসফট। ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো (ই৩)-এ নতুন রূপে হাজির হবে এক্সবক্স ওয়ান। এই খবর জানিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নিউজ ডটকম।
এক্সবক্স ওয়ান কনসোল মুক্তি পাওয়ার পর থেকেই গেমার কমিউনিটির জোর দাবি ছিল কনসোলটির ইন্টারনাল মেমোরি বৃদ্ধির। মাইক্রোসফট এবার সে দাবি আমলে নিয়েছে। নতুন এক্সবক্স ওয়ানে থাকবে এক টেরাবাইট ধারণক্ষমতা। আর এর ফলে একজন গেমার খুব সহজেই একসঙ্গে অনেক বেশি গেম ইনস্টল করতে পারবেন। একই সঙ্গে ডাউনলোড করতে পারবেন মনের মতো সব গেম। মেমোরি নিয়ে চিন্তা কমে গেছে অনেকটাই।
মাইক্রোসফটের পক্ষ থেকে ল্যারি রিব এক্সবক্সের নতুন সংস্করণের নেপথ্যের কাহিনী বলতে গিয়ে জানান, ‘এক্সবক্স ওয়ান বাজারে আসার পর থেকেই ক্রেতাদের অনুরোধ ছিল এর ধারণক্ষমতা বৃদ্ধি করার।’ তবে অনেকের মতে, মাইক্রোসফটের এই ঘোষণার পেছনে হাত আছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সনির গেম কনসোল প্লেস্টেশন ৪-এর। প্রযুক্তিপাড়ায় গুজব রয়েছে সনিও তাদের প্লেস্টেশনের স্টোরেজক্ষমতা বৃদ্ধি করছে এক টেরাবাইটে।
শুধু স্টোরেজ বৃদ্ধিই নয়, কন্ট্রোলারেও পরিবর্তন আনছে মাইক্রোসফট। এক্সবক্স ওয়ানের ওয়্যারলেস কন্ট্রোলারে এবার যুক্ত হতে যাচ্ছে ৩.৫ মি.মি. স্টেরিও হেডসেট জ্যাক! আর সঙ্গে সঙ্গে হেডসেটের ভলিউম বাড়ানো-কমানো, গেমের অডিও পরিবর্তনসহ অনেক সুবিধা পাওয়া যাবে কন্ট্রোলারের মাধ্যমেই।
এক্সবক্স ওয়ান এক টেরাবাইট সংস্করণের দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার। একই সঙ্গে বাজারে থাকবে বর্তমান ৫০০ গিগাবাইটের সংস্করণও, এটির দাম অপরিবর্তিত থাকছে ৩৪৯ ডলারেই। একই সঙ্গে মাইক্রোসফট ঘোষণা দিয়েছে এ বছরের শেষের দিকে বিশেষ ধরনের অ্যাডাপ্টার বাজারে আনবে তারা।
এই অ্যাডাপ্টার ব্যবহারের ফলে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চালিত যেকোনো পিসিতে যে কেউ এক্সবক্স কন্ট্রোলারের মাধ্যমে গেম খেলতে পারবেন।