ঈদবাজার
নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্স
অভিজাত এলাকা গুলশান এক নম্বর গোল চত্বরের পাশেই রয়েছে নাভানা টাওয়ার। ঈদকে কেন্দ্র করে সেজে উঠেছে তাদের বিপণিবিতানগুলো। তাই ঈদের কেনাকাটায় এই শপিংমলেই পেতে পারেন ঈদ বাজারের কেনাকাটার পরিপূর্ণ স্বাদ। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ মার্কেটে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধাসহ অন্য সবকিছু। পোশাক ছাড়াও নানা ধরনের বাজার এখানে এসে সেরে নিতে পারেন কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই।
শপিং মলটির প্রথম তলায় রয়েছে ঘড়ি, চশমা, বাচ্চাদের খেলনাসহ টুকিটাকি জিনিসপত্রের দোকান। এ ছাড়া পাবেন ঘরের প্রয়োজনীয় ইলেকট্রনিকস জিনিসপত্রও। দ্বিতীয় তলায় পাবেন ছেলেমেয়েদের সব ধরনের পোশাক, জুতা ইত্যাদি। এ ছাড়া রয়েছে আন্তর্জাতিক মানের সুগন্ধির দোকানও। একইভাবে তৃতীয় তলার দোকানগুলো সাজানো হয়েছে ছেলেদের বর্তমান ফ্যাশনের সঙ্গে মানানসই টাই, বেল্টসহ সব ধরনের পোশাকে। অন্যদিকে পাবেন মেয়েদের নানা ধরনের জুয়েলারি। আর পোশাকের মধ্যে রয়েছে মেয়েদের টপস, স্কার্টসহ আরো অনেক ধরনের পোশাক।
চতুর্থ তলাটি সাজানো একটু ভিন্নভাবে। এখানে রয়েছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের জুয়েলারি দোকান। তার মধ্যে উল্লেখযোগ্য ভেনাস জুয়েলার্স, রয়েল ডায়মন্ড, বাংলাদেশ পার্ল, কুইন পার্ল ইত্যাদি। এর পাশাপাশি পাবেন পোশাকের সঙ্গে মানানসই পার্স ও জুতাও। জুয়েলারি কিনতে আপনি চাইলে অর্ডারও দিতে পারবেন আপনার মনের মতো করে।
ঈদ বাজারে ঘুরতে ঘুরতে আপনি ক্লান্ত হলে চলে আসতে পানের পঞ্চম তলায়। এই তলাটি সাজানো হয়েছে ফাস্টফুডের দোকান দিয়ে। এ ছাড়া রোজায় পাবেন বিশেষ বিশেষ ইফতারি প্যাকেজ।
এই শপিং কমপ্লেক্সে ছেলেমেয়ে উভয়ের জন্য রয়েছে সব ধরনের পোশাকের সমাহার। আছে মানিব্যাগ, ঘড়ি, বেল্টসহ সব ধরনের একসেসরিজ। ছেলেদের পোশাকের মধ্যে রয়েছে টি-শার্ট, পোলো শার্ট, জিন্স প্যান্ট। এই মার্কেটে আছে দেশি বিভিন্ন ফ্যাশন হাউস। এ ছাড়া বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায় এখানে। মসলিন সিল্ক, অপরা কাতান, মসলিন কাতান, টাঙ্গাইল হাফসিল্ক, জর্জেট শিফন ও জামদানি। বাচ্চাদের বাহারি সব পোশাকের মধ্যে রয়েছে থ্রি-পিস, লেহেঙ্গা, ছোট মেয়েদের স্কার্ট, মাজাককালি, মাটাককালি ইত্যাদি। তাই ঈদবাজারে আপনার সঙ্গী হতে পারে এই মার্কেটটিও।