গয়েশ্বরের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তাঁর মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। আজ বৃহস্পতিবার জামিন আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও দেবাশীস রায়। অপরদিকে, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ বিষয়ে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, এ মামলায় হাইকোর্ট জামিন দেওয়ার পর রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ আবেদন করেছিল। পরে আপিল বিভাগ জামিন স্থগিত করেছিলেন। আজ জামিন বহাল রাখার ওপর চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ জামিন বহাল রাখেন। অন্য সব মামলায় তিনি জামিনে থাকায় তাঁকে মুক্তি দিতে আইনগত কোনো বাধা নেই।
মামলার বিবরণে জানা যায়, সরকারবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে গত ২৬ ডিসেম্বর তুরাগ থানায় গয়েশ্বরের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এ মামলায় গত ৬ মে হাইকোর্ট তাঁকে জামিন দেন। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না এ মর্মে রুল জারি করেন। হাইকোর্টে এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত ২৬ মে তাঁর জামিন আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগ। পরে তাঁর আইনজীবীরা এ বিষয়ে শুনানির আবেদন করলে আজ শুনানি শেষে আপিল বিভাগ জামিন বহাল রাখেন।