বরিশালে পৃথক ঘটনায় দুজন নিহত
বরিশাল নগরীর রূপাতলী ও উজিরপুর উপজেলার ওটরায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পানিতে ডুবে ও অন্যজন প্রতিপক্ষের হামলায় নিহত হন। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নগরীর জাগুয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. মিরাজ হোসেন আকন (১৮) ও উজিরপুরের ওটরা এলাকার শহীদুল বেপারী (৪০)।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, বিকেলে খালে গোসল করতে নেমে কলেজছাত্র মিরাজ নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ডুবুরিদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মিরাজের মরদেহ উদ্ধার করে। মিরাজ ওই এলাকার খাদেম আলী আকনের ছেলে।
অন্যদিকে বরিশালের উজিরপুর উপজেলার ওটরায় জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হয়েছেন শহীদুল বেপারী (৪০) নামের এক কৃষক। তিনি ওই গ্রামের খালেক বেপারীর ছেলে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ফারুক খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, জমি নিয়ে শহীদুলের সঙ্গে তাঁর চাচাতো ভাই হান্নান বেপারীর আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার সময় কথাকাটাকাটির জের ধরে দরজার ডাসা দিয়ে মাথার পেছনে আঘাত করলে ঘটনাস্থলেই চেতনা হারান শহীদুল।
পরে স্থানীয় লোকজন শহীদুলকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুদ্দিন তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, লাশ উদ্ধার করে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।