সাবেক স্ত্রীকে আদালতে টেনে আনছেন ম্যারাডোনা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/19/photo-1437305322.jpg)
মাঠের বাইরের নানা বিতর্ক বরাবরই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। তেমনই এক কারণে আবারও শিরোনাম হয়েছেন আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। ছয় মিলিয়ন ডলার হারিয়ে যাওয়ায় সাবেক স্ত্রী ক্লদিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন ম্যারাডোনা। এ জন্য আগামী সপ্তাহে আদালতেও যাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
ম্যারাডোনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে প্রায় ছয় মিলিয়ন ডলার। আর এ জন্য সাবেক স্ত্রীকে অভিযোগ করেছেন তিনি। আগামী মঙ্গলবার আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা এ বিষয়ক শুনানি। সে সময় স্ত্রী ক্লদিয়া ও তাঁদের দুই মেয়ে দালমা ও জিয়ান্নাকেও উপস্থিত থাকতে হবে আদালতে।
তবে মা এমন কাজ করেনি বলে জোর দাবি করেছেন মেয়ে দালমা ম্যারাডোনা। আর্জেন্টিনার একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ‘আমার মা পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ। আমি এটা নিশ্চিত করেই বলছি।’ ব্যাপারটা এভাবে আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়াতেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দালমা। ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘সংবাদমাধ্যমের জন্য এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু আমাদের জন্য বিষয়টা খুবই বেদনাদায়ক।’