সাংবাদিক আহমেদ পিপুলের মায়ের দাফন সম্পন্ন
চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার বাসিন্দা ও এনটিভির স্পেশাল করেসপনডেন্ট আহমেদ পিপুলের মা আইনুর নাহারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার এশার নামাজের পর জানাজা শেষে চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা জামে মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতা সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও মরহুমের স্বজনেরা উপস্থিত ছিলেন।
আইনুর নাহার গতকাল শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তাঁর স্বামীর নাম মরহুম ইয়াদুল হক। তাঁদের তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলে বিপুল আশরাফ একটি টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি। দ্বিতীয় ছেলে টিকুল হক ব্যবসায়ী। আর ছোট ছেলে আহমেদ পিপুল এনটিভির স্পেশাল করেসপনডেন্ট। তাঁদের একমাত্র মেয়ে সাইফুন নাহার বিআরডিবির ভারপ্রাপ্ত উপপরিচালক।
আহমেদ পিপুল জানান, আগামীকাল সোমবার বাদ আসর নিজ বাড়িতে তাঁর মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। সবাইকে দোয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।