নাটোরের ভাষাসৈনিক ফজলুল হক আর নেই
চলে গেলেন নাটোরের ভাষাসৈনিক ফজলুল হক (৮৬)। আজ সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৯৩৮ সালে নাটোর শহরের কান্দিভিটা মহল্লায় জন্ম নেওয়া ফজলুল হক ৩ মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সারা দেশে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। তাৎকালীন নাটোর জিন্নাহ মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ফজলুল হকের নেতৃত্বে ওই দিন বালিকা বিদ্যালয় ও মহারাজা জেএন হাইস্কুলের শিক্ষার্থীরাও একযোগে নাটোর শহরে বিক্ষোভ সমাবেশ করে।
আগামীকাল মঙ্গলবার বাদ জোহর নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ফজলুল হকের জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।