রাশিফল
তুলার মর্যাদা বৃদ্ধি, মীন শিক্ষার্থীর দিন শুভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/13/photo-1439419209.jpg)
আজ ২৯ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৩৬ হিজরি। ১৩ আগস্ট ২০১৫। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ১ ও ৪। গুভ বার রবি। শুভ রত চুনি ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি বুদ্ধিদীপ্ত ও স্বাধীনচেতা। নিজের মত ও পরিকল্পনা অনুসারে আপনি চলতে চান। সৃজনশীলতা ও উদ্ভাবনী গুণ আছে আপনার। নিয়ম-শৃঙ্খলা ও গতানুগতিকতার প্রতি রয়েছে আপনার অনীহা। জীবন-জগৎ ও ধর্ম সম্পর্কে আপনার চিন্তা একটু আলাদা। আপনি অনেকটা খেয়ালি ও সেন্টিমেন্টাল। অস্থিরতা, ধৈর্যহীনতা ও বেপরোয়া মনোভাব আপনার সাফল্যের অন্তরায় হতে পারে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : আলফ্রেড হিচকক, আইনবেত্তা রুডলফ গিনস্ট, পদার্থবিজ্ঞানী জর্জ স্টোক, প্রাণিবিজ্ঞানী সালভেদর লুরিয়া, সম্পাদক হাবিবুল বাশার, নার্গিস পারভিন, নুসরাত ইসলাম।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। অতিরিক্ত না খাওয়াই ভালো। বিলাসদ্রব্য কেনাকাটা যোগ আছে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নির সঙ্গে সু-সম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সাহসিকতার সঙ্গে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। অধীনস্তদের কাজে লাগানো সহজ হবে।
মিথুন (২১ মে-২০ জুন) : আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বিনিয়োগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। প্রতিশ্র“তি রক্ষা করতে পারবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই) : শরীর-মন ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যক্তিত্বকে কাজে লাগাতে চেষ্টা করুন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে আকৃষ্ট করতে পারবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট) : ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ভালো থাকবে। তবে ব্যয়াধিক্য দেখা দিতে পারে। দান-দক্ষিণায় আনন্দ পাবেন। শরীর ভালো নাও যেতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : সামগ্রিকভাবে সময় অনুকূল থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। জ্যোষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। কোনো মনোবাঞ্ছনা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : ভাগ্যোন্নতির চেষ্টা ফলপ্রসূ হতে পারে। সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় সুফল পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পেশাগত ক্ষেত্রে সফল আসতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : প্রতিযোগিতামূলক কাজে সতর্কতার সঙ্গে অংশ নিন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি যোগ আছে। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। রিপুকে সংযত করার চেষ্টা করুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : শরীর-মন ভালো থাকবে। সামাজিক কাজকর্মে সুফল পেতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সাফল্য পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্র নিয়ে যোগ আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : শরীর ভালো যাবে না। সাময়িক কোনো ধরনের অসুস্থতায় ভুগতে পারেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুদের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। প্রণয়সংক্রান্ত বিষয়াদির জন্য সময় অনুকূল থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।