ঠাকুরগাঁওয়ে বন্ধ হয়নি আনন্দ মেলা, মেলায় একজনের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/21/thakurgao.jpg)
দেশে করোনাভাইরাসের আরো ছড়িয়ে পড়া রোধ করতে সরকার সব ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও তা উপেক্ষা করেই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চলছে আনন্দ মেলা। উপজেলার ডাঙ্গীবাজার সংলগ্ন গোয়ালকারী গ্রামে রাস্তার পাশে প্রশাসনের নাকের ডগায় এই মেলা চলছে।
গতকাল শুক্রবার দুপুরে আনন্দ মেলায় আকাশ (২৭) নামে যাত্রার এক জোকার অভিনেতা মারা গেছেন। আকাশের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার জামিনবাড়ি গ্রামে। তাঁর বাবার নাম মুস্তাহাব।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান জানান, সকালে নাস্তা শেষ করে বসেছিলেন আকাশ। পরে তাঁর শরীর খারাপ হলে মেলার লোকজন তাঁকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মেলা ভাঙার জন্য এক সপ্তাহ আগেই কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছিল। এর পরেও কেন মেলা বন্ধ হয়নি সে বিষয়ে খোঁজ নিচ্ছি।’