চট্টগ্রামে টোকেন বাণিজ্যের মাধ্যমে চাঁদাবাজি বন্ধের দাবি
চট্টগ্রামে টোকেন বাণিজ্যের মাধ্যমে নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা আশঙ্কাজনকহারে বাড়ছে বলে অভিযোগ করেছে অটোরিকশা মালিক-চালক ঐক্য পরিষদ।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় লিখিত বক্তব্য পড়েন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হায়দার আজম, সভাপতি তরুণ কান্তি দাশ ও এস কে সিকদার।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে নগরীতে এক হাজার ২০০ নম্বরবিহীন সিএনজি অটোরিকশার অনুমোদন থাকলেও ১৫ হাজারের বেশি অটোরিকশা শুধু মহানগরে চলাচল করছে। এসব অটোরিকশার সবই এএফআর চিহ্ন ও টোকেন লাগিয়ে ব্যবসা করছে বলে দাবি করা হয়। অবিলম্বে টোকেন বাণিজ্যের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ, প্রশাসনের অসাধু কর্মকর্তাদের প্রত্যাহার, স্টিকার দিয়ে গাড়ি চলাচল বন্ধ এবং হোতাদের গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।