পানি-বিদ্যুৎ সরবরাহ বন্ধ ঝালকাঠি সদর হাসপাতালে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/19/photo-1442646557.jpg)
ঝালকাঠি সদর হাসপাতালে দুইদিন ধরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে হাসপাতালে ভর্তি অসংখ্য রোগী ও তাঁদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ট্রান্সফর্মার বিকল হয়ে যায়। এর পর থেকেই ১০০ শয্যার হাসপাতালটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহও বন্ধ হয়ে যায়।
হাসপাতালের কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, পানি না থাকায় রোগী ও স্বজনদের গোসল কিংবা টয়লেটের পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দুইদিন ধরে দুর্গন্ধে টয়লেটে যাওয়ার পথও বন্ধ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রোগী ও স্বজনরাই বোতল কিংবা কলসিতে করে নিজেদের একান্ত প্রয়োজনের পানি দূর থেকে নিয়ে আসছেন।
আজ শনিবার সকাল থেকে চিকিৎসকরা তাঁদের কক্ষে মোমবাতি জ্বালিয়ে রোগী দেখছেন। মোমের আলোতেই রোগীদের ওষুধ সরবরাহ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠির সিভিল সার্জন আবদুর রহিম জানান, ট্রান্সফরমার মেরামত করতে বরিশাল স্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলীকে খবর দেওয়া হয়েছে। মেরামতে কিছুটা সময় লাগতে পারে।