ছাগল উদ্ধারে কুয়ায় নেমে প্রাণ গেল দুজনের
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি চা বাগানের পরিত্যক্ত কুয়া থেকে ছাগল উঠাতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার চাতলাপুর চা বাগানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাতলাপুর চা বাগানের মোহন বাউরীর ছেলে দুর্গাচরণ বাউরী (৪৬) এবং একই বাগানের রাবণ বাউরীর ছেলে রাজু বাউরি (২৫)। দুর্গাচরণের আপন ভাইয়ের ছেলে রাজু।
ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও বাগান পঞ্চায়েত নেতারা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে চাতলাপুর চা বাগানের রাবণ বাউরীর ঘরের পিছনে পরিত্যক্ত প্রায় ৪০ ফুট গভীর পানির কুয়ায় দুটি ছাগল পড়ে যায়। ছাগল দুটি উদ্ধার করতে প্রথমে কুয়ায় নামেন দুর্গাচরণ। তিনি উঠে না আসায় তাঁকে উদ্ধার করতে কুয়ায় নামেন তাঁর ভাতিজা রাজু বাউরী।
এই দুজন উঠে না আসায় পরবর্তী সময়ে আরো দুই যুবক কুয়ায় নামার প্রস্তুতি নেয়। কিন্তু বাগান কর্তৃপক্ষ ও পঞ্চায়েত সমিতি তাতে বাধা দেয়। তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়।
পরে কমলগঞ্জ ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অভিযান চালিয়ে বিকেল সোয়া ৫টায় কুয়া থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানায় কুলাউড়া থানা পুলিশ।
চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী বলেন, ‘কুয়ায় পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে চা বাগানের দুই যুবকের মৃত্যু হয়েছে।’
মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জালাল আহমদ বলেন, ‘গভীর গর্ত হওয়ায় অক্সিজেনের অভাবে দুই যুবকের মৃত্যু হয়েছে।’