চট্টগ্রামে বিমানবন্দরে ভারতীয় রুপি আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/14/photo-1444816013.jpg)
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮ লাখ ছয় হাজার ৫০০ ভারতীয় রুপি আটক করেছে কাস্টমস।
আজ মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের কার্গো হাউসের ওয়্যারহাউস থেকে নাম ঠিকানাবিহীন একটি ব্যাগ থেকে এসব রুপি উদ্ধার করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার আবুল কাসেম জানান, কার্গোর ব্যাগ নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ব্যাগে আমদানিকারকের কোনো নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে কারো নাম না থাকলেও ব্যাগের গায়ে ডিপিএল পাকিস্তানের একটি স্টিকার আছে।
আবুল কাসেম জানিয়েছেন, ব্যাগটি খোলার পর চারটি বাক্স ভর্তি ভারতীয় রুপি পাওয়া যায়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মো. রিয়াজুল কবির জানান, চার বাক্স থেকে ৬৮ লাখ ছয় হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।