রিভিউতে মৃত্যুদণ্ড বাতিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আমি আশা করি, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় পুনর্বিবেচনায় (রিভিউ) মৃত্যুদণ্ড বহাল থাকবে।’
আজ বুধবার দুপুরে সাকা চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদনের পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় মাহবুবে আলম এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘একজন আইনজীবী এবং ফৌজদারি মামলার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, রিভিউতে তাঁদের মৃত্যুদণ্ড বাতিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ।’ তিনি বলেন, ‘এসব রিভিউ আবেদনের শুনানি যেন দ্রুত করা হয়, সে জন্য আগামীকালের মধ্যে আমরা আবেদন করব। আগামী মঙ্গলবার ২০ অক্টোবর চেম্বার আদালত আশা করি, শুনানির জন্য দিন ধার্য করে দেবেন।’
মুজাহিদ আলবদর বাহিনীর প্রধান ছিলেন না বলে তাঁর আইনজীবীর দাবির পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলেন, মুজাহিদ আলবদর বাহিনীর প্রধান ছিলেন, তা ওই সময়ের বিভিন্ন পত্রিকায় রয়েছে। পাকিস্তানিদের দোসর হয়ে তিনি এসব অপরাধ করেছেন।
এ ছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের সময় দেশে ছিলেন না বলে তাঁর আইনজীবীর দাবির পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সাকা চৌধুরী পাকিস্তানে ছিলেন—এ বিষয়ে কোনো তথ্য-উপাত্ত তাঁরা দেখাতে পারেননি; বরং তাঁর নেতৃত্বে চট্টগ্রামে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, তা আমরা প্রমাণ করতে পেরেছি। আমি আশা করি, তাঁদের রিভিউ আবেদনের ওপর কোনো নতুন আদেশ তাঁরা পাবেন না এবং মৃত্যুদণ্ড বাতিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ।’
আজ বুধবার পৃথকভাবে সাকা চৌধুরী ও মুজাহিদ আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তাঁদের আইনজীবীরা এ আবেদন করেন।