দেশের প্রথম সফটওয়্যার পার্ক উদ্বোধন করলেন জয়
দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের আনুষ্ঠানিক যাত্রা হলো। আজ রোববার এই পার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে জয় বলেন, ‘আওয়ামী লীগ সরকারের প্রধান উদ্দেশ্য ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এরই মধ্যে এ কাজে সরকার বহুদূর অগ্রসর হয়েছে। উল্লেখযোগ্য এই অগ্রযাত্রার অংশ হিসেবে এই হাইটেক পার্কের যাত্রা।’ ডিজিটাল বাংলাদেশের শেষ স্বপ্ন হিসেবে এই পার্ককে অভিহিত করেন তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘...ডিজিটাল প্রযুক্তি দিয়ে আমরা দেশের মানুষের জীবনের উন্নয়ন, মানুষের সেবা কীভাবে করতে পারি। তো শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য প্রতিটি ক্ষেত্রে আমরা ডিজিটাল প্রযুক্তি দিয়ে দেশের মানুষের সেবায় নেমে পড়লাম। তবে এই ডিজিটাল বাংলাদেশের শেষ উদ্দেশ্য, শেষ স্বপ্ন ছিল একটি আইটি ইন্ডাস্ট্রি গড়ে তোলা।’