রংপুর থেকে ৪৬ ‘জামায়াত-শিবির’ কর্মী গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/18/photo-1445178618.jpg)
রংপুরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া ৪৬ ‘জামায়াত-শিবির’কর্মীকে আজ রোববার আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
রংপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৬ ‘জামায়াত-শিবির’ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রংপুরের আট উপজেলায় আলাদা আলাদা অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পরে এই ৪৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, গত রাতে রংপুরের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান চলে। এ সময় কোতোয়ালি থানা থেকে ২১ জন, মিঠাপুকুর থেকে ১০ জন, পীরগাছা থেকে ৬ জন, পীরগঞ্জ থেকে চারজন, বদরগঞ্জ থেকে তিনজন, কাউনিয়া থেকে একজন ও তারাগঞ্জ থেকে একজন জামায়াত-শিবিরকর্মীকে আটক করা হয়।
আজ রোববার গ্রেপ্তার ৪৬ জনকে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।