ঠাকুরগাঁও সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ দুই বাংলাদেশি নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/08/thakurgaon_border.jpg)
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে আজ মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত রবিউল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার মশানডাঙ্গী গ্রামের আবদুল মজিদের ছেলে ও নাজির উদ্দিন হরিপুর উপজেলার বকুয়া গ্রামের ধাকু মোহাম্মদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব জানিয়েছেন, আজ ভোরে বেতনা সীমান্ত দিয়ে রবিউল ইসলাম ও নাজির উদ্দিনসহ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে কোয়ালীগড় বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রবিউল মারা যান। আহত অবস্থায় নাজির উদ্দিনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
এ ঘটনায় ঠাকুরগাঁওয়ে বিজিবির ৫০ ব্যাটালিয়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।