বাংলাদেশ দলের অনুশীলন শুরু কাল
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আগামীকাল রোববার আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। করোনা পরীক্ষায় নেগেটিভ আসা খেলোয়াড়রাই কেবল মাঠে নামার সুযোগ পাবেন। অবশ্য প্রথম ধাপের পরীক্ষায় সবার নেগেটিভ আসে।
সিরিজে ডাক পাওয়া খেলোয়াড়দের আগামীকাল সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।
সূচি অনুযায়ী খেলোয়াড়রা চারদিন শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। পরে ১৪ ও ১৬ জানুয়ারি নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলবেন তারা।
বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান এ ব্যাপারে বলেন, ‘১৬ জানুয়ারি দ্বিতীয় অনুশীলন ম্যাচ শেষে মূল দল ঘোষণা করা হবে।’
কাল রোববার ক্যারিবীয় দল ঢাকায় পৌঁছাবে। তবে ১৪ জানুয়ারি অনুশীলন শুরুর আগে তাদের তিনদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। পরে বিকেএসপিতে ১৮ জানুয়ারি একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা।
সিরিজকে সামনে রেখে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোসহ দলের অন্য কোচিং স্টাফরা এরই মধ্যেই ঢাকায় পৌঁছেছেন। অবশ্য স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি এই সিরিজে দলের সঙ্গে থাকছেন না।