সেঞ্চুরির আক্ষেপে থামল তামিমের ঝলমলে ইনিংস
এনসিএল টি-টোয়েন্টি দিয়ে প্রায় ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ফেরার ম্যাচে ব্যাট হাতে ১৩ রানের বেশি করতে না পারলেও শেষ দুই ম্যাচে ছিলেন দারুণ ছন্দে। এবার তো খেললেন ৯১ রানের ঝলমলে এক ইনিংস। সেঞ্চুরি হাতছাড়া হলেও ৬ ছক্কায় আসন্ন বিপিএলে দারুণ কিছু করার বার্তা দিলেন বাঁহাতি এই ব্যাটার।
আজ রোববার (১৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ব্যাট হাতে চড়াও হন তামিম। তবে, সেঞ্চুরি মিসের হতাশা ছিল তামিমের চোখেমুখে। অবশ্য শতক হাতছাড়া হলেও এমন ইনিংস তামিমকে বেশ আত্নবিশ্বাস যোগাবে। সামনেই বিপিএল, এর ঠিক আগে তামিমের এমন ফর্মে খুশি ফরচুন বরিশাল। যে দলের হয়ে বিপিএল মাতাবেন এই তারকা ক্রিকেটার।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিমের ব্যাটে জয়ের ভিত গড়ে চট্টগ্রাম। ৫৪ বলে খেলেন ৯১ রানের অনবদ্য ইনিংস। মেহেদী হাসানের বলে বোল্ড হওয়ার আগে সাত চারের সঙ্গে মেরেছেন ছয়টা ছক্কাও।
এই ম্যাচের আগে শেষ তিন ম্যাচে তামিম যথাক্রমে খেলেছেন ১৩, ৬৫ ও ২১ রানের ইনিংস। গতকাল ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে লক্ষ্য কম থাকায় বড় ইনিংস খেলার সুযোগই পাননি তামিম।
তামিম রানের দেখা পেলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরিশালের বিপক্ষে গতকাল ৮০ রানের ইনিংস খেললেও আজ রংপুরের বিপক্ষে ৬ রানের বেশি করতে পারেননি তিনি। শান্তর এমন ব্যর্থতার ম্যাচে ৭ উইকেটে হেরেছে রাজশাহী। রংপুরকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক আকবর আলী।
তিন ম্যাচে দুই জয় আর এক হারে চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে তামিমের চট্টগ্রাম। আকবর আলীর দল রংপুর আছে এক নম্বরে। দুইয়ে আছে ঢাকা মেট্রো। রাজশাহীর অবস্থান টেবিলের চারে।