তোপের মুখে পাকিস্তান কোচ মিসবাহ
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ১৫ মাস দায়িত্ব পালন করেছেন মিসবাহ-উল-হক। এই সময়ে তিনটি অ্যাওয়ে সিরিজ খেলে সবকটিতেই হেরেছে পাকিস্তান। এবার নিউজিল্যান্ডে সিরিজ হারের পর তাঁর ভাগ্য অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, নিউজিল্যান্ডে ব্যর্থতার জন্য আইসোলেশনের কড়াকড়ি নিয়মকে দায়ী করেছেন মিসবাহ। এ ব্যাপারে তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার ক্রিকেট কমিটির কাছে এই বিষয়ে ব্যাখ্যা দেব। তারাই পরবর্তী করনীয় বিষয়ে পরামর্শ দেবেন।’
টেস্টে শোচনীয় হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও হেরেছে পাকিস্তান। তাঁর অধীনে এর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান।
নিউজিল্যান্ডে পৌঁছানোর পর পাকিস্তানের ছয় ক্রিকেটার করোনা পজিটিভ হন। তাই হোটেলেই অবরুদ্ধ হয়ে যায় পুরো দল।
এ ব্যাপারে মিসবাহ বলেন, ‘আমাদের ঘরের মধ্যে কাটাতে হয়েছে ১৮-১৯ দিন। এই সময়ে আমরা কিছুই করতে পারিনি। ঘরের মধ্যে আমরা আবদ্ধ ছিলাম, সেখানেই হাঁটাহাঁটি করেছি। নিউজিল্যান্ড সফর করতে গিয়ে সব ক্রিকেট দলকেই এই সমস্যায় পড়তে হয়েছে।’
চোটের কারণে প্রথম টেস্টে ছিলেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথম টেস্টে ১০১ রানে হারে তারা। দ্বিতীয় টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে দলটি।