তিন তারকাকে বাদ দিয়ে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের
সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটে। টানা হারের বৃত্তে থাকা দলটি মানসিকভাবেও বেশ ভেঙে পড়েছে। মুলতান টেস্টে অবিশ্বাস্য হারে ইংল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ স্বাগতিকদের জন্য। যদিও দ্বিতীয় টেস্টের আগে তারকা তিন ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে পিসিবি। যদিও পিসিবি বলছে বাদ নয় তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
আজ রোববার (১৩ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচের দল থেকে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে পিসিবি। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক ফর্ম ও ফিটনেস বিবেচনায় এই তিন তারকাকে বাদ দিয়েছে পিসিবি। ঘোষিত এই দলে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা কামরান গুলাম, হাসিবউল্লাহ ও মেহরান মুমতাজকে সুযোগ দেওয়া হয়েছে।
অবশ্য এই তিন তারকার বাদ পড়াটা অনেকটাই অনুমেয়। কারণ সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে খুব একটা ছন্দে বাবর। এই সংস্করণে সবশেষ ১৮ ইনিংসে একবারও পঞ্চাশ ছুঁতে পারেননি সাবেক এই অধিনায়ক। যা দলকে বেশি বিপাকে ফেলছে। বাবর ছাড়াও অভিজ্ঞ পেসার আফ্রিদিও লম্বা সময় ধরে ফর্মে নেই। গত বছর চোটে পড়ার পর ফিরলেও চেনা ছন্দ খুঁজে পাচ্ছেন না বাঁহাতি এই পেসার। গত বছরের শুরু থেকে ১১ ইনিংসে ১৭ উইকেট নিয়েছেন তিনি ৪৫.৪৭ গড়ে। মুলতান টেস্টে ২৬ ওভারে ১২০ রান খরচ করে নিয়েছেন মাত্র ১ উইকেট।
এদিকে, আরেক তরুণ পেসার নাসিম শাহ ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন। তাকে বিশেষজ্ঞ টেস্ট বোলার হিসেবে বিবেচনায় রেখেছিল পাকিস্তান। তিনিও গত বছর এশিয়া কাপে চোট পাওয়ার পর মাঠে ফিরলেও পাননি সেরা ছন্দে ফিরতে। ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে ৩১ ওভারে ১৫৭ রান দিয়ে মাত্র ২ উইকেট নিয়েছেন তিনি। এমতবস্থায় তাদের ওপর আস্থা হারিয়েছে নির্বাচকরা।
পাকিস্তান দল : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবউল্লাহ (উইকেটকিপার), কামরান গুলাম, মেহরান মুমতাজ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলী, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আগা ও জাহিদ মেহমুদ।