জিডি করেও নিরাপত্তা পাননি টুটুল, স্ত্রীর অভিযোগ
পরিবার ও নিজের নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষা পাননি বলে অভিযোগ করেছেন প্রকাশক আহমেদুর রশীদ টুটুলের স্ত্রী শামীম রুনী। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।
শামীম রুনী বলেন, ‘ফেব্রুয়ারির ২৮ তারিখে উনি জিডি করেছিলেন। এতদিনে একটা অ্যাকশনে আসা উচিত ছিল না ওনাদের? কোনো পুলিশ প্রোটেকশন ছিল না। আমি যখন একটা দেশে বাস করি, তখন আমি আমার ফ্যামিলির নিরাপত্তা চাই, আমার হাজব্যান্ডের নিরাপত্তা চাই। ভালোভাবে আমরা বাঁচতে চাই।’
এ ছাড়া এক সপ্তাহ আগেও বাংলামোটর থেকে পান্থপথ যাওয়ার পথে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাঁকে ও তাঁর স্বামীকে অনুসরণ করে বলে জানান রুনী। পরে বসুন্ধরা শপিং মলে আশ্রয় নেন তাঁরা। স্বামী সুস্থ হয়ে উঠলে দেশ ছেড়ে চলে যেতে চান রুনী। আর এ জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।