দ্রুতই প্রকাশক হত্যার বিচার : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রকাশক হত্যা ও ব্লগারদের ওপর হামলার ঘটনার তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।
আজ রোববার সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজদের এক কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘গতকাল প্রকাশক দীপন হত্যা ও বিভিন্ন সময়ে ব্লগারদের ওপর হামলা ও হত্যার ঘটনা ছিল চোরাগোপ্তা। এ ঘটনায় আমি খুবই মর্মাহত। দুঃখ প্রকাশ করার ভাষা আমার নেই।’ তিনি বলেন, ‘আমি গতকালের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় দ্রুত অভিযোগপত্র দেওয়ার ব্যবস্থা করে আমরা এ হত্যার দ্রুত বিচার করব।’
‘আমি বিচার চাই না’—দীপনের বাবার এমন মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, দীপনের বাবার মন্তব্য ছিল আবেগপূর্ণ এবং বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে, এ ঘটনা চোরাগোপ্তা হামলা, রহস্য উদঘাটনে সময় দিতে হবে। তিনি বলেন, এ ঘটনায় দ্রুত বিচার করতে অভিজ্ঞদের নিয়ে তদন্ত করা হবে।
আইনমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে বহুতলবিশিষ্ট আদালত নির্মাণ এবং ২৮টি জেরায় আদালত ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ এগিয়ে চলেছে। এ ছাড়া বিচার ব্যবস্থায় ডিজিটালাইজেশনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
কর্মশালায় বিচারপতি খোন্দকার মুসা খালেদ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন আবু সালেহ শেখ মো. জহিরুল হক। এতে অংশ নেন ৩৭ জন বিচারক।