জামাকাপড়ে অস্বস্তি সালমানের!
ধুন্দুমার মারামারির দৃশ্যে শার্ট খুলে ফেলার ‘নিজস্ব স্টাইল’ রয়েছে সালমান খানের। সালমানভক্তরাও সেই ‘বিশেষ’ দৃশ্যের জন্য অপেক্ষায় থাকেন আর শার্ট খোলা মাত্রই হলঘর চেঁচিয়ে মাথায় তোলেন তাঁরা। এবার সালমান খান নিজেই স্বীকার করলেন জামাকাপড়ে তাঁর বেশ অস্বস্তি হয়। সালমান জানিয়েছেন, তিনি ও তাঁর বাবা চিত্রনাট্যকার সেলিম খান ঘরে কম জামাকাপড় পরতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ খবর জানিয়েছে এনডিটিভি।
শুক্রবার ভারতের আইআইএম আহমেদাবাদের একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে সালমান বলেন, ‘জামাকাপড়ের ব্যাপারে আমার অস্বস্তি কাজ করে। জামা পরলে আমার ভেতরে কী যেন হয়ে যায়।’
ঘটনা যে সত্যি সেটা বোঝানোর জন্য সালমান ব্যাখ্যা করে বলেন, ‘আমার বাসায় গেলেই আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। শুধু আমি না, আমার বাবাও আমার মতোই শর্ট প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে থাকে। ঘরে থাকলে আমরা টি-শার্ট বা শার্ট পরিই না।’
ফ্যাশন শোতে সালমান তাঁর নতুন ছবি ‘প্রেম রতন ধান পায়ো’-এর সহ-অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গে র্যাম্পে হাঁটেন। এ সময় তিনি পরেছিলেন ডিজাইনার প্রতাপ সিংয়ের ডিজাইন করা একটি খাদি পোশাক।
খাদি পোশাক সম্পর্কে সালমান বলেন, ‘খাদির কাপড় পরতে আমি খুব পছন্দ করি। কলেজে থাকতে আমি প্রচুর খাদির জামা কিনতাম এবং পরতাম। প্রেম রতন ধান পায়ো’তেও আমি খাদির জামাকাপড় পরে অভিনয় করেছি।’