এবার প্রতিবাদী শর্মিলা ঠাকুর
ভারতজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে এবার সরব হলেন শর্মিলা ঠাকুর। ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বিতর্কে বলিউডে ফাটলের চিত্র অনেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এখন দিন যত বাড়ছে, ফাটলও চওড়া হচ্ছে। ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বিতর্কে কার্যত দ্বিখণ্ডিত বলিউড।
কয়েকদিন আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ধর্মীয় অসহিষ্ণুতা বিতর্কে লেখক ও চলচ্চিত্র পরিচালকসহ বিশিষ্টজনদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার বিরোধিতা করে বলেছিলেন, পুরস্কার ফিরিয়ে দেওয়া মানে কার্যত দেশকে অপমান করা। যে কারণে তিনি পুরস্কার ফিরিয়ে দিতে চান না। বিদ্যার সুরে একই কথা অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেতা অনুপম খের। অনুপম খের বিদ্যা বালানের থেকে এক ডিগ্রি বেশি আক্রমণাত্মক হয়ে বলেছিলেন, যাঁরা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন তাঁরা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে চান না। এবার বিদ্যা বালান কিংবা অনুপম খেরদের অবস্থানের প্রায় ১৮০ ডিগ্রি বিপরীতে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বিতর্কে সরব হলেন বলিউডের অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
দেশজুড়ে অসহিষ্ণুতা প্রসঙ্গে ভারতের লেখক-সাহিত্যিকদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি মনে করেন, গত এক বছরে ভারতে যেভাবে অসহিষ্ণুতার ঘটনা ঘটেছে, তা নজিরবিহীন। যেভাবে একের পর এক অসহিষ্ণুতার ঘটনা প্রত্যক্ষ করতে হচ্ছে তা সংবিধানবিরোধী। একটি দেশে গণতন্ত্রের আসল উদ্দেশ্য হলো, বন্ধুত্ব ও বৈচিত্র্যের মেলবন্ধন। ভারতে ক্রমাগত ঘটে চলা নানা অসহিষ্ণুতার ঘটনা তা নষ্ট করে দিচ্ছে। এই প্রসঙ্গে প্রতিবাদ জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ করার কথাও স্মরণ করিয়ে দেন শর্মিলা ঠাকুর।