সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। এ সম্প্রীতি যারা বিনষ্ট করার চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সুনামগঞ্জে কয়েকটি পরিবারের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। মামলা নিজস্ব গতিতে চলবে। এ ঘটনায় যারা উসকানি দিয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।’
দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এদেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ এখানে সমান অধিকার ভোগ করছে। সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ায়। এদেশে কাউকে এ শান্তিপূর্ণ পরিবেশ ক্ষুণ্ন করতে দেওয়া হবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। জাতির জনকের সোনার বাংলা গড়তে আমাদেরকে তাঁর আদর্শের পথ ধরেই এগুতে হবে।’