বিজিবি-মাদক কারবারি গোলাগুলি, চার লাখ ইয়াবা জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবির সঙ্গে মাদক চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে চার লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, একদল ইয়াবা কারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে আসছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় আট থেকে ১০ জন চোরাকারবারিকে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করে। তখন তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়লে তারা মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি ব্যাগ থেকে চার লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার বর্তমান বাজারমূল্য অনুযায়ী প্রায় ১২ কোটি টাকা বলে জানায় বিজিবি।