পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশিরা স্বস্তিতে আছেন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশিদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। কথা বলে জানা গেছে, তাঁরা স্বস্তিতে আছেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।
শহীদুল হক বলেন, পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশিদের কোনো উদ্বেগ-উৎকণ্ঠা নেই। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ও নির্দেশনায় বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। এটা বাংলাদেশের অহংকার।
প্রকল্প পরিদর্শনের সময় আইজিপির সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি শহীদুল ইসলাম, ডিআইজি (হাইওয়ে পুলিশ) মল্লিক ফখরুল ইসলাম, ডিআইজি (এইচআরঅ্যান্ডএম) আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল হালিম প্রমুখ।
আইজিপির প্রকল্প পরিদর্শনের সময় মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল হালিম এনটিভিকে জানান, পদ্মা সেতু প্রকল্প এলাকায় উভয় পারে এক হাজার ৫০ জন বিদেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জের লৌহজং পদ্মা সেতু প্রকল্প এলাকায় ৪৪৭ জন, লৌহজংয়ের জশলদিতে পানি শোধানাগার এলাকায় ৩০ জন, দোগাছি জরিপ প্রকল্পে ২৮ জন ও গজারিয়া উপজেলায় ৪০ জন কর্মরত আছেন।