দ্রাবিড় এবার জাতীয় দলের কোচ
অনেকদিন ধরেই ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়। যুব দলের দায়িত্বে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাই শোনা যাচ্ছিল শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলের কোচের দায়িত্ব পেতে পারেন তিনি। শেষ পর্যন্ত তাই হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘শ্রীলঙ্কা সফরে দ্রাবিড়ই কোচ হচ্ছেন।’
এখন প্রশ্ন আসতে পারে, রবি শাস্ত্রী কি বাদ পড়েছেন? না, তা নয়। একই সময়ে ভারতের দুটি জাতীয় দল দুটি সিরিজ খেলবে। দ্রাবিড়ের কোচিংয়ে থাকা দল যাবে শ্রীলঙ্কা সফরে। আর ররি শাস্ত্রীর কোচিংয়ে দল খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচিত তারকারা মুম্বাইয়ে গতকাল সোমবার থেকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন শুরু করেছে।
এর আগে দ্রাবিড় জাতীয় দলের ইংল্যান্ড সফরে ব্যাটিং পরামর্শক ছিলেন। ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলেরও কোচ তিনি।
ভারতীয় ‘এ’ দলের হয়ে কাজ করার সময় দ্রাবিড় একাধিক ক্রিকেটারকে তুলে এনেছেন। শ্রীলঙ্কা সফরের দলে তরুণ ক্রিকেটাররা দ্রাবিড়ের সংস্পর্শে আরও নিজেদের মেলে ধরবেন বলে আশা করছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা।
এদিকে আরব আমিরাতে বসছে আইপিএল। তা আগেই নিশ্চিত করেছে বিসিসিআই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এ ব্যাপারে সৌরভ বলেন, ‘ভারত সরকারের কাছে এরই মধ্যে কর ছাড় দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আপাতত কেন্দ্রীয় সরকারের জবাবের অপেক্ষায় আছি। এখনো হাতে সময় রয়েছে। এই বিষয়ে বোর্ড দ্রুত সিদ্ধান্ত জানাবে।’
অবশ্য শোনা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা সেরে ফেলেছে ভারত। কোয়ালিফায়ার ও চাম্পিয়নশিপ ম্যাচ হতে পারে ওমানে। কোয়ালিফায়ারের ম্যাচ খেলার জন্য আইসিসি ও বিসিসিআই নাকি ওমানের সঙ্গে আলোচনা করছে।