মৌলভীবাজারে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নারী আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে সমজা বিবি (৩১) নামের ভারতীয় এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, বিজিবি টহল দলের হাতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয় ভারতীয় ওই নারী। আটকের পর বিজিবি টহল দলের কাছে ওই নারী স্বীকার করে জানায়, তিনি তার স্বামীসহ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অবৈধ প্রবেশ করেছে।
পরে সোমবার রাত ১১টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করে বিজিবি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, আটক সমজা বিবি ভারতের ধলাইপিন জেলার কমলপুর মহকুমার গঙ্গানগর গ্রামের মো. আব্দুস সালামের স্ত্রী বলে নিশ্চিত করেছেন। সীমান্ত অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজিবি ব্যাটালিয়ন ৫৫-এর সহকারী পরিচালক নাসির উদ্দীন জানান, গতকাল বিকেল ৩টার দিকে বিজিবি টহল দলের কাছে ওই ভারতীয় নারীর সীমান্ত অনুপ্রেবেশের বিষয়ে প্রথমে তথ্য আসে। পরবর্তীতে টহলদলের সদস্যরা সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় ওই নারীকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সীমান্ত অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করা হয়।