বিশ্বকাপ বাছাইপর্বের নারী ক্রিকেট দল ঘোষণা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/24/photo-1448353248.jpg)
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর মার্চ-এপ্রিলে ভারতে বসছে। একই সময়ে হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপও। এই আসরের নারীদের বাছাই পর্ব নভেম্বর-ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এর জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।
এই দলের নেতৃত্বে রাখা হয়েছে জাহানারা আলমকেই। ঘরের মাঠে মাত্র কয়দিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্রথম নেতৃত্ব পান তিনি। দলটির সহ-অধিনায়ক আয়েশা রহমান।
থাইল্যান্ডের ব্যাংককে হবে আসরটি। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।
২৮ নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। পরদিন দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড ও ১ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির।
আর ৩ ডিসেম্বর দুটি সেমিফাইনাল এবং ফাইনাল হবে ৫ ডিসেম্বর।
বাছাইপর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দল আগামী বছর ভারতে অনুষ্ঠেয় মূল পর্বে খেলবে। আর সরাসরি খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ নারী দল : জাহানারা আলম (অধিনায়ক), আয়েশা রহমান (সহ-অধিনায়ক), সালমা খাতুন, পান্না ঘোষ, রুমানা আহমেদ, লতা মণ্ডল, রিতু মনি, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, শারমিন আক্তার, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার, শাহেলা শারমিন।